সুখবর! আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

0
1

তীব্র দহনজ্বালা থেকে এবার মিলবে মুক্তি। আগামী রবিবার ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে হাওড়া, হুগলি, কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও বৃষ্টির আশা করছেন হাওয়া অফিসের কর্তারা।

গত কয়েকদিনের হাঁসফাঁস করা গরমের জেরে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন বঙ্গবাসী। কিন্তু বৃষ্টি সংক্রান্ত কোনও আপডেট মিলছিল না। অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার উপকূলের জেলাতেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় ঝেঁপে বৃষ্টি হবে সপ্তাহের শেষে। যদিও তাপপ্রবাহ থেকে রেহাই নেই পশ্চিমের জেলার। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে সমান ভাবে তাপপ্রবাহ চলবে।