আরামবাগে বিনামূল্যে কৃষিপণ্য নিয়ে খেয়া পারাপার: আশ্বাস অভিষেকের

0
1

এখন থেকে আর আরামবাগ অঞ্চলে কৃষিপণ্য নিয়ে খেয়া পারাপারে কোনও টাকা নেওয়া যাবে না। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty) অবিলম্বে ব্যবস্থা নিতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, আরামবাগের জনসভা থেকে অভিষেক জানান, “মঙ্গলবার আমি যখন আরামবাগে জনসংযোগে ছিলাম তখন বহু মানুষ আমাকে চিঠি দিয়েছেন। সেগুলি রাতে পড়ে জানতে পারি, দামোদর ও মুক্তেশ্বর নদীকে কেন্দ্র করে ৬২ । ৬৪টি খাল রয়েছে। এই খালগুলিতে প্রায় ৩৪টি ঘাট রয়েছে। এই ঘাট দিয়েই খেয়া পারাপার করতেই অতিরিক্ত টাকা তুলছে ভারপ্রাপ্ত এজেন্সি। এখন থেকে আর কৃষিপণ্য নিয়ে খেয়া পারাপার করার জন্য আর কোনও টাকা নেওয়া হবে না। এমনকী সাধারণ মানুষ পারাপার করতে গেলেও অনেক সময় বেশি টাকা নেওয়া হয়। বিশেষত বন্যার সময়। বৃষ্টির সময়। পরিবহনমন্ত্রীকে সাফ জানিয়ে দিয়েছি, এখন থেকে আর বেশি টাকা নিতে পারবে না এজেন্সি।“

অভিষেক জানান, সাধারণ মানুষের পারাপারের জন্য ১ টাকা এবং মোটরবাইক নিয়ে পারাপারের জন্য ৫ টাকা নেওয়া যাবে। এর বাইরে বেশি টাকা নিলে এজেন্সির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। “যত দ্রুত সম্ভব এই কার্যকর করার ব্যবস্থ করতে বলেছি পরিবহনমন্ত্রীকে।“

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আরামবাগ কৃষি প্রধান অঞ্চল। কৃষকদের অসুবিধা, সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কোনও পদক্ষেপ করা যাবে না। বুধবার, আরামবাগের জনসভা ছাড়াও ধনিয়াখালিতে আরও একটি জনসভা, সপ্তগ্রামে রোড-শো করে শেষে বলাগড়ে অধিবেশনে যোগ দেওয়ার কথা অভিষেকের।

আরও পড়ুন- হাত ছেড়ে রবিবারই নতুন দল ঘোষণা করতে পারেন মরুরাজ্যের পাইলট