সোম থেকে হুগলিতে নবজোয়ার কর্মসূচি! অভিষেককে মনোহরা খাওয়ানোর অপেক্ষায় জনাইবাসী

0
1

সুমন করাতি

হুগলির (Hoogly) জনাই-এর (Janai) বিখ্যাত মিষ্টি মনোহরা (Manohara) খাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেকারণেই জনাই বাজারে উন্মাদনা তুঙ্গে। হুগলি জেলায় ৫ জুন, সোমবার থেকে নবজোয়ার কর্মসূচি ( Trinamoole Nabajowar) শুরু করবেন অভিষেক। প্রথমে জাঙ্গিপারা (Jangipara) থেকে শুরু করে চণ্ডীতলার (Chanditala) জনাই হয়ে সিঙ্গুরের দিকে যাবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আর পদযাত্রার মাঝেই তিনি স্বাদ গ্রহণ করবেন জনাই বাজারের বিখ্যাত মনোহরা।

অভিষেক আসছেন, সেকারণেই বাড়তি উৎসাহ নিয়ে কাজ শুরু করেছেন জনাই-এর কমলা সুইটস (Kamala Sweets) এর মালিক স্বপন কুমার দাস। এই বিষয়ে স্বপন বলেন, জনাই-এর মনোহরা সবসময় বিখ্যাত। আর তাঁর দোকান এই মিষ্টির জন্য একাধিক পুরস্কারও পেয়েছে। আর এবার তাঁর দোকানে মনোহরা খেতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়। স্বপন আরও জানান, এবার তাদের মিষ্টি খাবেন অভিষেক এটা ভেবে খুব ভালো লাগছে। অভিষেকের জন্য যে মনোহরা তৈরি করা হয় সেটাই তৈরি করা হবে। ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় বিধায়ক ও প্রশাসন জানিয়েছেন।

দোকানের এক মিষ্টি বিক্রেতা তপন চট্টোপাধ্যায় বলেন, অভিষেক দা আসবেন এটা তাঁদের কাছে আর জনাই-এর মানুষের কাছে অত্যন্ত গর্বের। সেকারণে অভিষেককে সব রকমভাবে খুশি করতে প্রস্তুত তাঁরা। আর তাঁদের বিশ্বাস এই বিখ্যাত মনোহরা খেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হবেন।