বিশ্ব বাইসাইকেল দিবসে অভিনব উদ্যোগ কলকাতার টাকি বয়েজ স্কুলের পড়ুয়াদের

0
2

শিয়ালদহ রিফর্মেশন সোসাইটির আয়োজনে বিশ্ব বাইসাইকেল দিবস অনুষ্ঠিত হল।এই উপলক্ষ্যে ছাত্রদের উৎসাহে একটি বাইসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়। ২০১৮ সাল থেকে জাতিসংঘ ৩ রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে উদযাপন করে আসছে।

গতকালের এই অনুষ্ঠানে খ্যাতনামা পরিবেশ আন্দোলনকারী তুহিন শুভ্র মন্ডল, পরিবেশ কর্মী নিবেদিতা রায় ও শিক্ষক দেবাশীষ মণ্ডলের পরিচালনায় রালিতে অংশ নেয় টাকি হাউস বয়েজ স্কুলের ছাত্ররা। সাইকেল মিছিল শুরু হওয়ার আগে তুহিন শুভ্র মন্ডল আমাদের জীবনে বাইসাইকেল ব্যবহারের পরিবেশগত ও স্বাস্থ্যগত উপযোগিতার কথা তুলে ধরেন। যেসব শিক্ষার্থী মিছিলে অংশ নিয়েছে তারা হলো সোহম মিত্র, গোলাম মোস্তফা, রাজদীপ সরকার, অভিজিৎ দাস, অর্ণব দাউ, সায়ক মিত্র, বিশ্বজিৎ ও দীপাঞ্জন গাঙ্গুলি।
শিয়ালদহ টাকি বয়েজ স্কুল থেকে শুরু করে আর্মহাস্ট স্ট্রিট হয়ে রালি শেষ হলো শিয়ালদহ স্টেশন সংলগ্ন কাইজার স্ট্রিটে। নিবেদিতা রায় এদিন সাইকেল শিক্ষার্থী জীবনে কী গঠনমূলক ভূমিকা নিতে পারে সেই বিষয়ে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল সুইচ অন ফাউন্ডেশন।