তদন্তের আগেই রেল বলে দিল দু.র্ঘটনার জন্য চালক দায়ী!

0
1

চালকের ভুলেই ট্রেন দুর্ঘটনা, জানাচ্ছে রেল। রেলের দাবি, এই মুহূর্তে রেলে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। ফলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। রেলের দাবি, সিগন্যাল অনুযায়ী করমণ্ডল এক্সপ্রেসের দাঁড়িয়ে থাকার কথা ছিল। কিন্তু তা সত্ত্বেও কেন করমণ্ডল এক্সপ্রেস চলেছিল? এখানেই প্রশ্ন। তাহলে কী সিগন্যাল দেখা যায়নি? রেলের বক্তব্য, মাল গাড়িটি এক লাইনে দাঁড়িয়ে থাকার পর পাশের লাইন দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তার আগেই সামনে এসে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এরপর মুখোমুখি ধাক্কা লেগে করমণ্ডলের কামরাগুলি ছিটকে পড়ে। গার্ড ও পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তদন্তের আগেই কী করে রেল বলে দিল দুর্ঘটনার জন্য চালক দায়ি? প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন- ওড়িশার চিকিৎসক বলছেন মৃ.তের সংখ্যা পেরবে ২০০!