ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনায় মৃত্যু কত? উদ্ধারকারী দল বলছে, সংখ্যা শতাধিক। ইতিমধ্যে রাত ১টা পর্যন্ত ট্রেনের কামরা কেটে উদ্ধার করা হয়েছে ৭৮টি দেহ। গুরুতর আহত যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার সংখ্যাও প্রায় ২৫০-৩০০ জন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়বে।
এর মাঝে ওড়িশা সরকারের অর্থোপেডিক ডিপার্টমেন্টের এক চিকিৎসক জানাচ্ছেন, তিনি প্রাথমিক চিকিৎসা করে আহতদের হাসপাতালে পাঠাচ্ছিলেন। তাঁর দাবি, মৃতের সংখ্যা ২০০ পেরবে। পরে তা ৩০০ তে পৌঁছলেও অবাক হওয়ার থাকবে না। ফলে ভয়াবহ দুর্ঘটনা। সাম্প্রতিক অতীতে, বিগত ১০ বছরে এমন দুর্ঘটনা ঘটেনি। প্রায় গোটা দশেক কামরা দুমরে-মুচড়ে গিয়েছে। রাতে রেলের উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। বাংলা থেকে ১৮টি ট্রমা অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। মানস ভুঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল গিয়েছে। মৃতদেহ ঘটনাস্থলের পাশে রাত অবধি রাখা হয়েছে। পরিচয় পেলে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বেশ কিছু কামরায় গভীর রাত অবধি অনেকে আটকে রয়েছেন। তাদের জীবন্ত বের করে আনাই বড় চ্যালেঞ্জ। করমণ্ডল ও বেঙ্গালুরু এক্সপ্রেসে অসংরক্ষিত কামরায় প্রায় ২৫০০ যাত্রী ছিলেন। ফলে মৃতের কোথায় পৌঁছবে কেউ জানেন না।
আরও পড়ুন- দ্রুত পৌঁছতে ১০০ ডায়ালে যুক্ত হল মোটরবাইক বাহিনী









































































































































