Coromandel Express: শতকের ভয়া.বহ রেল বিপ.র্যয়! মৃ.তের সংখ্যা ২৩৩

0
3

সারারাত ধরে চলল উদ্ধার কাজ, ভোরেও মৃত্যু মিছিলের সাক্ষী বালেশ্বর (Balasore)। লন্ডভন্ড শালিমার- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)! ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩, আহত প্রায় ৯০০। প্রতি মিনিটে বদলে যাচ্ছে সংখ্যা। শতকের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয়ের সাক্ষী দেশ।

লাশের স্তূপে বালেশ্বর! ট্রাকে করে একের পর এক মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। লাইনচ্যুত কামরার নীচে এখনও চাপা পড়ে দেহ। সংখ্যাটা কোথায় গিয়ে থামবে তা নিশ্চিত করে বলতে পারছেন না বিপর্যয়ের মোকাবেলা দফতরের কর্মীরা। যদিও শনিবার ভোর পর্যন্ত রেলসূত্রে মৃতের সংখ্যা ৮৮ বলে জানানো হয়েছে। আহত ৬০০ জনেরও বেশি। গতকাল রাত্রেই উদ্ধারকাজে এনডিআরএফ, SDRF, নেমেছে বায়ুসেনাও। গ্যাস কাটার দিয়ে যাত্রীদের বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে। সূত্রের খবর মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলার বাসিন্দা ছিলেন ট্রেনে। দুর্ঘটনাস্থলে দোলা সেন (Dola Sen), মানস ভুঁইঞা। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা,যাচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রীও। তরফ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।