সেতুতে আলোর আর্জি ছিল RSS কর্মীর, কথা রাখলেন অভিষেক

0
1

জনসংযোগ যাত্রায় মে মাসের মাঝামাঝি পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন জামালপুরে জনসংযোগ সারছেন, তখনই এক আরএসএস কর্মী অভিষেকের কাছে গিয়ে ওই এলাকায় হরেকৃষ্ণ কোঙার সেতুতে আলোর ব্যবস্থা করার আর্জি জানান। কারণ, ওই সেতুতে দীর্ঘদিন রাতে আলো জ্বলে না। ফলে অন্ধকারে যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাশাপাশি অন্ধকার সেতুতে অসামাজিক কার্যকলাপ হওয়ার আশঙ্কাওপ্রকাশ করেন ওই আরএসএস কর্মী। অভিষেক খুব আন্তরিকতার সঙ্গে ওই যুবকের কথা শোনেন। সেখানে দাঁড়িয়েই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অভিষেক যে শুধু মুখে বলেন না, কাজেও করে দেখান, ফের তার প্রমাণ মিলেছে। ওই সেতুতে ইতিমধ্যেই আলোর ব্যবস্থা হয়েছে বলে জানা গিয়েছে। জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক জানান, ওই সেতুতে আলোর ব্যবস্থা করতে রাজ্য সরকারের তরফে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে। খুব দ্রুত সেই কাজ শেষ হবে। যতদিন কাজ চলবে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অস্থায়ীভাবে আলোর ব্যবস্থা করা‌ হয়েছে। আঁধারের সেতুতে আলো পেয়ে খুশি এলাকাবাসীরা।

আরও পড়ুন:গুপ্তচরবৃত্তিতে পেগাসাস, রেলের উন্নত প্রযুক্তিতে উদাসীন!মোদিকে তোপ অভিষেকের, রেলমন্ত্রীর পদত্যাগ দাবি