অভি.শপ্ত যশবন্তপুর এক্সপ্রেসের ৩ মহিলা যাত্রী ফিরছেন হুগলির বাড়িতে

0
1

তামিলনাড়ুতে ধান রোয়ার কাজে গিয়েছিলেন হুগলি (Hoogli) পোলবা গোটু গ্রামের ৯ জন মহিলা। যশবন্তপুর এক্সপ্রেসে (Jaswantpur Express) বাড়ি ফিরছিলেন তাঁদের মধ্যে তিনজন। বালেশ্বরের কাছে দুর্ঘটনায় আহত হন তিনজনই। বালেশ্বরের হাসপাতালে (Hospital) চিকিৎসা হয় ৩জনের।

বালেশ্বরের ছেড়ে ২৫ কিমি দূরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে তিনটি ট্রেন (Train)। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ি। ১২৮৬৪ ডাউন যশবন্তপুর এক্সপ্রেসে ছিলেন পোলবা সুগন্ধা পঞ্চায়েতের গোটু চারাবাগানের তিনজন। ফুলমনি টুডু, মুকুলি টুডু ও লক্ষ্মী মুর্মু। এক মাস আগে এক ঠিকাদার মারফৎ সুগন্ধা এলাকা থেকে ৯ জন ও পূর্ব বর্ধমানের মেমারি থেকে ১৩ জন মহিলা ধান রোয়ার কাজে চেন্নাই গিয়েছিলেন।

শুক্রবার, কাটপাডি জংশন থেকে যশবন্তপুর এক্সপ্রেসে ওঠেন। দুর্ঘটনার পর মুকুলি ফোন করে তাঁর স্বামী বিনয়কে খবর দেন। তারপর আর কথা হয়নি। শনিবার সকালে আবার ফোনে কথা হয় ওড়িশার হাসপাতালে চিকিৎসা হয়েছে তাদের। স্থানীয় প্রশাসন মেদিনীপুরে নিয়ে আসবে সেখান থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে জানিয়েছে। তবে যতক্ষণ বাড়ি ফিরে না আসছে ততক্ষণ উৎকণ্ঠায় রয়েছে পরিবার থেকে গ্রামবাসীরা।

আরও পড়ুন- বালেশ্বরের মর্মা.ন্তিক রেল দু.র্ঘটনায় শো.কবার্তা বিশ্বের রাষ্ট্রনেতাদের, তালিকায় তালি.বানও