চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা কোথায় বিনিয়োগ? সুজয়কৃষ্ণর কাছে সদুত্তর চাইছে ইডি

0
2

ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও এসডি কনসালটেন্সি, তিনটি কোম্পানিরই নিয়ন্ত্রণ ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে। ইডির দাবি, জেরায় এমনই স্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র।আগেই এই সংস্থার ডিরেক্টররা দাবি করেছিলেন, কোম্পানির সবকিছু ঠিক করতেন সুজয়কৃষ্ণ।

তদন্তে উঠে এসেছে লেনদেন সংক্রান্ত আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। আদালতে ইডি দাবি করেছে, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে সুজয়কৃষ্ণর অ্যাকাউন্টে একবার ঢুকেছে ৫ লক্ষ টাকা। আবার ২ দিন পর তা ফেরত গেছে কুন্তলের কাছে।
এর কারণ কী? ইডি সূত্রে দাবি, কোনও সদুত্তর দিতে পারেননি সুজয়কৃষ্ণ। শুধু তাই নয়, চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নয়, সুজয়কৃষ্ণকে দেওয়া হয়েছিল নগদ। সেই টাকা কোন কাজে ব্যবহার করেছেন সুজয়কৃষ্ণ? কোথায় বিনিয়োগ করেছেন, তাঁর খোঁজ করছেন আধিকারিকরা।
গোপাল দলপতি জানিয়েছেন, কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হবে, বলত কুন্তল ।