স.ঙ্কটজনক ‘শকুনি মামা’! গুরুতর অ.সুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা গুফি পেন্টাল

0
2

মহাভারতের (Mahabharat) সেই বিখ্যাত খল চরিত্র ‘শকুনি মামা’কে ভুলতে পারেননি কেউই। নব্বইয়ের দশকে টেলিভিশনের (Television) পর্দায় এই চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান অভিনেতা গুফি পেন্টাল (Gufi Paintal)। সূত্রের খবর, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এই বর্ষীয়ান অভিনেতা। জনপ্রিয় টেলি অভিনেত্রী টিনা ঘাই তাঁর সোশ্যাল মিডিয়া (Social Media)পেজে পর্দার ‘শকুনি মামা’র অসুস্থতার খবর শেয়ার করেছেন।

১৯৪৪ সালে এক শিখ পরিবারে জন্ম গুফি পেন্টালের। আশির দশক থেকে সক্রিয়ভাবে অভিনয় জগতে কাজ করা শুরু করেন। বলিউডে (Bollywood) বেশকিছু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। তবে পরিচালক বি আর চোপড়ার মহাভারতে শকুনি মামার চরিত্রে অভিনয় করে আলাদা খ্যাতি ও সুনাম অর্জন করেছিলেন গুফি পেন্টাল। তাঁর অসুস্থতার সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও, পারিবারিক সূত্রে খবর গত ৩১ মে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা এখনও সঙ্কটজনক।