১) আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠ পালের মূর্তির সামনে থেকে মহাত্মা গান্ধী মূর্তির সামনে পর্যন্ত তাঁরা মোমবাতি মিছিল করেন তিনি। ব্রিজ ভূষণের কড়া শাস্তি আবেদন মমতার।

২) ৪০ দিনের মাথায় কুস্তিগিরদের সমর্থন করলেন বিজেপির সাংসদ প্রীতম মুণ্ডে। এই নিয়ে সাংসদ প্রীতম মুণ্ডে বলেন, সাংসদ নয়, একজন মহিলা হিসাবে বলছি, যখন কোনও মহিলা এই ধরনের অভিযোগ করেন, তখন সেই বিষয় গুরুত্ব দিয়ে দেখা উচিত।
৩) আন্দোলনকারী কুস্তিগিরদের দাবি নিয়ে দরকার পড়লে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবেন বলে জানিয়েছেন কৃষকনেতারা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ‘মহাপঞ্চায়েত’ ডেকেছিলেন কৃষকনেতারা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি প্রকাশ করল কিট স্পনসর অ্যাডিডাস। টেস্টের সাদা জার্সির পাশাপাশি একদিনের ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটের জন্য জার্সি তৈরি করা হয়েছে।

৫) অবশেষে জল্পনাই সত্যি হলো। পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। এমনটাই জানালেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। যার ফলে আগামী শনিবার ৩ জুন ফরাসি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন লিও। তবে এবার তিনি কোন দলে যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়। সেই নিয়ে জল্পনা চলছেই।
আরও পড়ুন:অবশেষে কুস্তিগিরদের পাশে এক বিজেপি সাংসদ, ‘রাষ্ট্রপতির কাছে যাবো’ ঘোষণা কৃষকনেতার













































































































































