ফের বিতর্কে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বরানগরে দাঁড়িয়ে একটি স্মরণ সভার মঞ্চ থেকে পিঠের চামড়া তুলে দেওয়ার, নগ্ন করে দেওয়ার নিদান দিলেন বিকাশবাবু।তাঁর এই বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক।
মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বেফাঁস মন্তব্য করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তবে চতুর আইনজীবী আইনের ফাঁকফোকড় ব্যবহার করে এই মন্তব্য করেন। তিনি বলেন, “আপনাদের আহ্বান করব, পিঠের চামড়া তুলে দিন। পিঠের চামড়া তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। না, কোনও সাধারণ মানুষের নয়, রাজনৈতিক ভণ্ড, প্রতারকদের পিঠের চামড়া তুলে দিন। কোনও বিজেপি ও তৃণমূল কর্মীদের গায়ে হাত দেবেন না, ওদের নগ্ন করে দিন।” রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের নেতারা ভণ্ডামি, ধাপ্পাবাজির সঙ্গে যুক্ত বলে অভিযোগ তুলে বিকাশ বলেন, “ওদের মুখোশ টেনে ছিন্নভিন্ন করে দিন।”
তাঁর এমন বক্তব্যের পরই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক। শাসকদলের একাংশের দাবি, অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন সিপিএম নেতা। একজন আইনজীবী হয়ে বেআইনি মন্তব্য করছেন, উস্কানিমূলক বক্তব্য রাখছেন বিকাশবাবু।
এ বিষয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “যে একের পর এক মামলা করে যুবসমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন তাঁকে আর কী বলব? উনি অপ্রাসঙ্গিক।”
আরও পড়ুন- ১ জুলাই থেকে কলেজে ভর্তি শুরু, ক্লাস শুরু ১ অগাস্ট: নির্দেশিকা শিক্ষা দফতরের