নীরবতা পালন করছেন আন্দোলনকারী কুস্তিগিররা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই সংবাদমাধ্যমের সঙ্গে কোন কথা বলছেন না বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। গত মঙ্গলবার হরিদ্বারে পদক বিসর্জন দেওয়ার পরিকল্পনা বাতিল করার পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। এমনকি কে কোথায় রয়েছেন, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগিরদের দলের এক সদস্য বলেন, “মঙ্গলবার সকাল থেকেই ওরা কাঁদছিল। জেলাস্তরে পাওয়া পদকও ফেলে দেওয়া খুব কঠিন ব্যাপার। সেখানে আন্তর্জাতিক স্তরে জেতা পদক ছুড়ে ফেলতেও ওদের কোনও আপত্তি ছিল না। এতটাই আঘাত পেয়েছিল যে মুখ দিয়ে কোনও কথাই বেরোচ্ছিল না। মঙ্গলবার থেকেই ওরা নীরবতা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই হরিদ্বারে গিয়ে বা ফেরার পথে কারও সঙ্গে কথা বলেনি।”

এদিকে বিনেশ-সাক্ষী-বজরংদের ওপর পুলিশের এই আচরণ নিয়ে সরব আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিও। তারা কড়া বিবৃতিতে জানিয়েছে, কুস্তিগিরদের প্রতি পুলিশের আচরণ হতাশাজনক এবং উদ্বেগের।
আরও পড়ুন:কুস্তিগিরদের অভি*যোগকে পাত্তা না দিয়ে পাল্টা হু*মকি ব্রিজভূষণের














































































































































