আম্বানি পরিবারে খুশির জোয়ার! বিতীয় বার বাবা হলেন মুকেশ-পুত্র আকাশ আম্বানি। পুত্রসন্তানের পর আকাশ আম্বানীর স্ত্রী শ্লোকার কোল আলো করে এল কন্যাসন্তান ।বুধবার বিকেলেই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এর আগে ২০২০ সালে পুত্রসন্তান ‘পৃথিবী’র জন্ম দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:সরকারি কর্মচারীদের পদোন্নতির সরলীকরণ, একগুচ্ছ বাড়তি সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, এপ্রিল মাসে মুম্বইয়ে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেস ‘নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টার’ বা ‘এনএমএসিসি’ উদ্বোধনের সময়েই দ্বিতীয় বার মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন শ্লোকা। সেই অনুষ্ঠানে লেহঙ্গা পরিহিতা শ্লোকার বেবিবাম্পের একাধিক ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। কিছু দিন আগেই স্বামী আকাশ, পুত্র পৃথিবী এবং শ্বশুর মুকেশ আম্বানীর সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল শ্লোকাকে।
২০১৯ সালেই আকাশ এবং হিরে ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা শ্লোকার চারহাত এক হয়। সেই উপলক্ষে মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে বসেছিল বিয়ের জমকালো আসর। ঝলমলে আলোয় সেজে উঠেছিল অম্বানীদের বাসভবন।২০২০ সালেই পুত্রসন্তানের জন্ম দেন শ্লোকা। এবার ঘরে এল কন্যাসন্তান।










































































































































