জ্যেষ্ঠের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী! জারি তাপপ্রবাহের সতর্কতাও

0
1

জ্যেষ্ঠের দাবদাহে ঘেমেনেয়ে অস্থির রাজ্যবাসী। ভোর থেকেই যেন লু বইছে। কাঠফাটা রোদের চোটে ঘর থেকে বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে। স্বস্তির বৃষ্টির কোনও পূর্বাভাসও শোনাতে পারেনি আবহাওয়া দফতর। গরম কমার লক্ষণ তো নেইই বরং নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী ২-৩ জুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস  রয়েছে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি হয়েছে। গরমে পুড়বে মুর্শিদাবাদ-নদিয়াও। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশপাশে। গোটা রাজ্যজুড়েই প্রচণ্ড গরমে অস্বস্তি আরও বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস (Weather update), কলকাতায় আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যাবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মত পশ্চিমের জেলাগুলিতে। তেতেপুড়ে (Heatwave) অস্থির হতে হবে বঙ্গবাসীকে। আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে।তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে মঙ্গল ও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।