বেনিয়মের অভিযোগে এবার দেশজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। কমিশন সূত্রে খবর, দেশের কমপক্ষে ১৫০টি মেডিক্যাল কলেজের (Medical College) স্বীকৃতি কেড়ে নিতে পারে NMC। ইতিমধ্যেই ৪০টি কলেজের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

যে ১৫০টি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মেডিক্যাল কলেজের নাম। পাশাপাশি রয়েছে ত্রিপুরা, অসম, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব, পুদুচেরীর নাম।
গত এক মাস ধরে আন্ডারগ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড অব কমিশনের তরফে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের বিষয়ে তদন্ত করা হয়। সেখানে শিক্ষক বা ফ্যাকাল্টিদের ভূমিকা, আধার লিঙ্ক করা বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, সিসিটিভি ক্য়ামেরা, প্রক্রিয়া সব খতিয়ে দেখে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। অভিযোগ,
• ১৫০টি মেডিক্যাল কলেজ সরকারি নিয়ম মানছে না।
• কলেজগুলির বায়োমেট্রিক কাজ করে না।
• কলেজ চত্বরে ক্যামেরা বসানো নেই।
• কোথাও ক্যামেরা কাজ করে না।
• দীর্ঘদিন ধরে বহু ফ্যাকাল্টি পদ শূন্য
তবে স্বীকৃতি খোয়ানো মেডিক্যাল কলেজগুলিকে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে বলে এনএমসি সূত্রে খবর। তাদের ৩০ দিনের মধ্যে NMC-র কাছে আবেদন করতে হবে। সমস্ত নিয়ম অনুসরণ করে চলছে, তা প্রমাণ করতে হবে। সেই আবেদন খারিজ হলে, কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের কাছে সরাসরি আবেদন করতে পারবে কলেজগুলি।













































































































































