অ.শান্ত মণিপুর শান্ত না হলে এবার পদক ফেরানোর হুমকি ক্রীড়াবিদদের

0
2

দিল্লিতে যখন কুস্তিগিরদের প্রতিবাদ-বিক্ষোভ সামলাতে হিমশিম অবস্থা নরেন্দ্র মোদি সরকারের, ঠিক তখনই জাতিদাঙ্গায় আশান্ত মণিপুর ইস্যুতে কেন্দ্রের চাপ বাড়ালেন ওই রাজ্যের নামী ক্রীড়াবিদরা। জাতি সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুরে অবিলম্বে শান্তি ফেরাতে হবে, এমনই দাবি জানিয়ে সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন ১১ ক্রীড়াবিদ। চিঠিতে বলা হয়েছে, কুকি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান বন্ধ (এসওও) করা নিয়ে সরকার যে চুক্তি করেছে, তা বাতিল করতে হবে। এতেই রাজ্যের ঐক্য এবং শান্তি ফিরবে। মেইতেইরা যাতে পাহাড় এবং সমতলে বসবাস করতে পারেন, সেই ব্যবস্থাও অবিলম্বে গ্রহণ করা হোক।

আরও পড়ুন:হিংসা কবলিত মণিপুরে সংঘর্ষে নিহত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা

এখানেই শেষ নয়, একইসঙ্গে অমিত শাহকে হুঁশিয়ারির সুরে মণিপুরের ক্রীড়াবিদরা বলেছেন, “রাজ্যের অক্ষুণ্ণতা যদি বজায় না থাকে, তবে সব পদক ফিরিয়ে দেব।” এই চিঠিতে স্বাক্ষর করেছেন ওলিম্পিক গেমসে পদকজয়ী ভারোত্তলক মীরাবাঈ চানু, পদ্ম পুরস্কারজয়ী ভারোত্তলক কুঞ্জরানি দেবী, মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বেমবেম দেবী এবং বক্সার এল সরিতা দেবী।

এ প্রসঙ্গে ধ্যানচাঁদ পুরস্কারজয়ী অনিতা চানু সাংবাদিক বৈঠকে বলেন, “মণিপুরের ঐক্য রক্ষা করতে যদি অমিত শাহ কোনও প্রতিশ্রুতি না দেন, তাহলে ভারত সরকারের দেওয়া পুরস্কার আমরা ফিরিয়ে দেব। আর দাবি মানা না হলে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা বন্ধ করে দেবে মণিপুরের ক্রীড়াবিদরা।