দেশের পদকজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। প্রতিবাদে গত একমাস ধরে রাস্তায় নেমেছেন তাঁরা। যদিও যদিও দিল্লি পুলিশ অন্য কথা বলছে। তাদের বক্তব্য, সমস্ত রকম সংবেদনশীলতা বজায় রেখেই স্পর্শকাতর বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।
গত রবিবার নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের হাতে আক্রান্ত হন কুস্তিগিররা। পুরুষ-মহিলা কুস্তিগিররা পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন, এই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। মঙ্গলবার কুস্তিগিররা তাঁদের পদক হরিদ্বারের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দিল্লির রাস্তায় আমরণ অনশনের ডাক দেন।যদিও অনেক বোঝানোর পরে কুস্তিগিররা নিজেদের সিদ্ধান্ত বদলান। নিজেদের পদকগুলো গঙ্গায় ভাসানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেন। কৃষক নেতাদের অনুরোধেই তাঁদের এই মতবদল। আপাতত কেন্দ্রকে আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছেন তাঁরা।
এরই মাঝে, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন এক নির্যাতিতা নাবালিকা কুস্তিগিরের কাকা। তাঁর কথায়, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগাটরা তাঁর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে ব্রিজভূষণকে ফাঁসাতে চাইছেন। প্রসঙ্গত, বিজেপি সাংসদ ব্রিজভূষণ নিজেও দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে পকসো আইনের অপব্যবহার করা হয়েছে।
জানা গিয়েছে, নাবালিকা কুস্তিগিরের কাকার নাম অমিত পালোয়ান। কুস্তি ফেডারেশন সচিবের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্ত করতে অমিতের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সময়েই গোটা ঘটনা জানতে পেরেছেন । যদিও নাবালিকা কুস্তিগির ও তাঁর পরিবারের সঙ্গে অমিতের সম্পর্ক ভাল নয় বলেই জানা গিয়েছে।







































































































































