সোমবার পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হন চেন্নাই সুপার কিংস। ফাইনালে ৫ উইকেটে গুজরাত টাইটান্সকে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। আর ম্যাচ হেরে হতাশ গুজরাত বোলার মহম্মদ শামি। চলতি আইপিএল-এ বেগুনি টুপির মালিক তিনি। তবে ফাইনালে হাতে আসেনি একটাও উইকেট। আর এখানেই হতাশ বাংলার বোলার।

এই নিয়ে শামি বলেন,”ক্রিকেটপ্রেমীরা প্রথম দিকের ওভার গুলো দারুণ উপভোগ করেন। কারণ প্রচুর রান হয়। তবে ওই সময় বল করা খুব কঠিন। ৩০ গজের বাইরে মাত্র দু’জন ফিল্ডার থাকে। পাওয়ার প্লের সময় বল করা একটা চ্যালেঞ্জ। আমিও এক জন মানুষ। ”

এরপরই শামি আবার বলেন,” টি-২০ ক্রিকেটে আমাদের বাড়তি দায়িত্ব নিতে হয়। লাল বল এবং সাদা বলের অনেক পার্থক্য রয়েছে। দু’রকম বলের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। এটা করতেই হয়।”
আরও পড়ুন:ঝামেলার জল্পনা উড়িয়ে ধোনিকে জয় উৎসর্গ জাদেজার














































































































































