পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে মৃ*ত্যুর অভিযোগ,উ*ত্তপ্ত নদিয়ার ধানতলা

0
1

পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের বলে অভিযোগ উঠল নদিয়ার ধানতলায়। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাতের এই ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর করে উন্মত্ত জনতা। ঘটনায় ২ পুলিশকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ।

আরও পড়ুন:আক্রান্ত দলিত-তপশিলিরা বিচার পায় না বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে! বলছে কেন্দ্রের রিপোর্ট
ঠিক কী ঘটেছিল?
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে নদিয়ার ধানতলার কুলগাছি এলাকায় গরুচোর সন্দেহে একজনকে ধরে গণপিটুনীর অভিযোগ পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে গেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ শুরু করেন। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করতে শুরু করে। ঘটনায় আহত হন দুই পুলিশ কর্মী। গ্রামবাসীদের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন আচমকা বিক্ষোভকারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় পুলিশ।
পুলিশ জানায়, অন্ধকারে গ্রাম ছেড়ে দ্রুতগতিতে বেরনোর সময় গ্রাম ছেড়ে বেরনোর সময় গাড়িতে দুজনের ধাক্কা লাগে। তাঁরা আহত হয়েছেন। যদিও মৃত্যুর কথা স্বীকার করেনি পুলিশ। যদিও ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।