আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে কুম্বলে-হরভজন

0
3

এবার আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং হরভজন সিং। মঙ্গলবার হরিদ্বারের গঙ্গায় পদক ফেলে দেবেন বলেছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। তবে শেষ পর্যন্ত তাঁরা সেই পদক না ফেলার সিদ্ধান্ত নেন। কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছেন কুস্তিগিরেরা। আর এবার আন্দোলনকারী কুস্থিগিররা পাশে পেলেন দুই প্রাক্তন ক্রিকেটারদের। বিনেশদের পাশে আগেই দাঁড়িয়েছেন কপিল দেব, ইরফান পাঠানরা ।

এদিন কুস্তিগিরদের সমর্থন করে কুম্বলে টুইট করে লেখেন,” গত রবিবার ২৮ মে কুস্তিগিরদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক নয়। কথা বলে সব কিছুর সুরাহা সম্ভব। আশা করব খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে যাবে।”

হরভজন সিং টুইট করে লেখেন,” সাক্ষীরা দেশের গর্ব। তাঁদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখে কষ্ট হচ্ছে। আশা করব ওরা বিচার পাবে।”

এদিকে গঙ্গায় পদক বিসর্জন দিতে গিয়েও থমকালেন সাক্ষী-বিনেশরা। কেন্দ্রকে ৫ দিনের সময়সীমা দিলেন আন্দোলনরত কুস্তিগিররা। সাধারণ মানুষের আবেদন এবং উপস্থিত সাধু ও কৃষক নেতাদের অনুরোধে আগামী ৫ জুন পর্যন্ত গঙ্গায় পদক বিসর্জন দেওয়া থেকে নিজেদের বিরত রাখছেন।

আরও পড়ুন:IPL ফাইনালে রেকর্ড পরিমাণ কন্ডোম বিক্রি! ডেলিভারি অ্যাপের পোস্টে তুমুল হৈচৈ স্যোশাল মিডিয়ায়