বেসরকারি কারখানার চুল্লি বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন শ্রমিক। মঙ্গলবার, বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া শিল্প তালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়। আহতদের প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। ১০জনের শারীরিক পরিস্থিতির অবনতি হলে দুর্গাপুরের (Durgapur) একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিন, কাজ চলাকালীন আচমকাই সশব্দে ফেটে যায় বড়জোড়া শিল্পতালুকে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা বিডি গোয়েলে কারখানার চুল্লি। চুল্লির মধ্যে থাকা তরল ফুটন্ত লোহা ছিটকে পড়ে। গলানো লোহা শ্রমিকদের গায়ে পড়ে। কমপক্ষে ১৫ জন শ্রমিক ঝলসে যান। আহতদের দ্রুত উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের গাফিলাতিকেই দায়ী করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। তবে, কারখানার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।