বায়রনের মত সবাই তৃণমূলে আসবে: আদালতে ঢোকার আগে ফের দলের প্রতি আস্থা পার্থর

0
2

দল তাঁকে ছেটে ফেললেও মনে প্রাণে আজও তৃণমূল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। তাই আদালতে যাতায়াতের পথে সুযোগ পেলেই সংবাদমাধ্যমের সামনে দলের হয়ে ব্যাটন ধরেন বহিষ্কৃত জেলবন্দী এই নেতা। মঙ্গলবারও তার ব্যতিক্রম হলো না। সদ্য তৃণমূলে(TMC) যোগ দেওয়া বায়রন বিশ্বাস প্রসঙ্গে পার্থ বললেন, “সবাই তৃণমূলে চলে আসবে।” যদিও অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মুখে কুলুপ আঁটেন তিনি।

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর আদালতে তোলা হয়। সকাল ১১ টা নাগাদ আলিপুর আদালতে ঢোকেন পার্থ। সেই সময় সংবাদ মাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, “সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী বলবেন?” উত্তরে তিনি বলেন, “সবাই তৃণমূলে চলে আসবে।” যদিও অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তার কোনও জবাব দেননি পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, দল তাকে ছেঁটে ফেললেও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বার বার দলের হয়ে ব্যাট করতে দেখা গিয়েছে পার্থকে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির প্রশংসা, তো কখনো দলের জয়ে শুভেচ্ছা বার্তা। সব মিলিয়ে দল তার সঙ্গে দূরত্ব যত বাড়াচ্ছে তিনি ততই দলের প্রতি আস্থা প্রকাশ করে চলেছেন। তিনি যে আজও দলের একনিষ্ঠ কর্মী প্রতি পদে সেকথা প্রমাণ করার মরিয়া চেষ্টা করে চলেছেন পার্থ।