শ*ববাহী ক*ফিনে মা*দক পাচার! ছক ভেস্তে দিল পুলিশ

0
1

কফিনের মধ্যে মাদক! বামাল সমেত পাকড়াও চার পাচারকারী। মঙ্গলবার সকালে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে শববাহী কফিনের মধ্যে মাদক পাচারের (Drug Peddling Case) চক্রান্ত ভেস্তে দিল STF। পুলিশ সূত্রে খবর ত্রিপুরা থেকে অসম ও পশ্চিমবঙ্গ হয়ে নিষিদ্ধ গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে রাখা কফিনে ভরা হয়েছিল প্রায় চৌষট্টি কিলোগ্রাম গাঁজা। পাচারকারী সমেত অ্যাম্বুল্যান্সটিকে আটক করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে সকাল ৯টা নাগাদ শিলিগুড়ির আমবাড়ি ক্যানেল রোডে ফুলবাড়ির কাছে ফাঁদ পেতেছিল রাজ্য পুলিশের এসটিএফ। হাইওয়ে থেকে আমবাড়ি ক্যানেল রোড ধরে যাচ্ছিল গাড়িটি। অ্যাম্বুল্যান্স আটকে তল্লাশি করতেই দেখা যায় ফুল দিয়ে সাজানো কফিনের ভিতরে মোট আঠারোটি গাঁজার প্যাকেট রয়েছে। ধৃতদের নাম সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস। তাদের প্রত্যেকের বাড়িই কোচবিহারে। আদালতে পেশ করে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে NGP পুলিশ।