আদালতের নির্দেশে যখন একের পর এক চাকরি বাতিল হচ্ছে, তখন রাজ্যের বেকার যুবক-যুবতীদের খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ‘‘রাজ্যে নতুন কর্মী নিয়োগে জোর দিচ্ছে সরকার। সব মিলিয়ে বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার চাকরি হবে।’’
রাজ্যের প্রায় সব সরকারি পদে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
একনজরে শূন্যপদে নিয়োগের তালিকা-
• প্রাথমিকে ১১ হাজার, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক
• কলেজ, বিশ্ববিদ্যালয়েও ২২০০ অধ্যাপক
• স্বাস্থ্যক্ষেত্রে ২ হাজার চিকিৎসক ও ৭ হাজার নার্স
• পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার কর্মী
• গ্রুপ ডি পদে ১২ হাজার কর্মী
• গ্রুপ সি পদে ৩ হাজার কর্মী
• ৭ হাজার আশা কর্মী
• অঙ্গনওয়াড়িতে ৯৪৯৩ কর্মী
• অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ১৩৯২৬ জন
রাজ্য কর্মসংস্থানে বারবারই জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। এদিন নিয়োগের ঘোষণার পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেন মুখ্যমন্ত্রী। বারবার আদালতের নির্দেশে চাকরি বাতিল। এর জেরে বেকার বহু তরুণ-তরুণী। এদিন কারও নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, “এই নিয়োগে যেন কেউ বাধা না দেয়। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। খালি চাকরি খাওয়া।“







































































































































