বছর ঘুরলেই ২০২৪-র লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই লক্ষ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের পরেই দিল্লিতে (Delhi) বিজেপির (BJP) সদর দফতরে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
প্রধানত, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যগুলির পরিস্থিতি ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে বৈঠকে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলের শক্তি আরও বাড়াতে জনসংযোগ (Communication) বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জোর দিয়েছেন বলেও খবর। জানা গিয়েছে, এদিনের বৈঠকে মোদি, শাহ ও নাড্ডার পাশাপাশি মোট ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ২ রাজ্যের উপমুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami), গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Chouhan), ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha), হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী ইয়াংথুঙ্গো প্যাটোন।
আর এদিনের বৈঠক শেষে বৈঠক শেষে মোদি টুইট করে জানান, বিজেপির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের মানুষের উন্নয়নের কাজ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
"Had a constructive meeting with BJP CMs and Deputy CMs today. We discussed ways for accelerating development and ensuring the welfare of our citizens. They shared their valuable insights during the meeting as well," tweets PM Modi https://t.co/qocGC3PrbV pic.twitter.com/pLGvJWpoiz
— ANI (@ANI) May 28, 2023