সোনারপুর নাকি নেতাজির জন্মস্থান! শুভেন্দুকে “ছাগল” কটাক্ষ কুণালের

0
1

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভূমি সোনারপুর! বিজেপির রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বার বার এমনই দাবি করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি হয়ে তাঁর এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনা ঠিক কী? গতকাল, রবিবার সোনারপুরের ঢালাই ব্রিজ থেকে রাজপুর হয়ে সোনারপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা করেন দলবদলুর বিজেপি নেতা শুভেন্দু। একটি পথসভাও করেন তিনি। সেখানে তৃণমূলের দুই মহিলা বিধায়ক ফেরদৌসি বেগম ও লাভলি মৈত্রকে নিয়ে কুৎসা করেন। সেই সঙ্গে দাবি করেন, “‘সোনারপুর হলো নেতাজির জন্মস্থান। এটি নেতাজির পুণ্যভূমি। আর সেই কারণেই মানুষ সোনারপুরকে শ্রদ্ধা করে। অথচ এখন সোনারপুরের বদনাম করছে তৃণমূল।”

শুভেন্দু মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই নীচে বিজেপির কর্মীদের একাংশের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। কয়েকজন মহিলা বিজেপি কর্মীকে বলতেও শোনা যায়, সোনারপুরে নেতাজির জন্ম নয়, তাঁর জন্মস্থান ওডিশার কটকে। সোনারপুরের সুভাষগ্রামের কাছে কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি আছে। যদিও তারপরেও একাধিকবার সোনারপুরকেই নেতাজির জন্মস্থান বলে উল্লেখ করেন শুভেন্দু।

এমন ঘটনার পর শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বারকতক বলল নেতাজির জন্ম সোনারপুরে। অপূর্ব। মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে। সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল। বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি? মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন?”