গতকাল আন্দলনকারী কুস্তিগিরদের ওপর পুলিশের হামলা নিয়ে এবার সরব হলেন নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, বিজেন্দ্র সিংরা। বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনায়াদের যেভাবে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চুপ থাকতে পারলেন না সুনীল-নীরজ-ইরফান পাঠানরা।

অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া টুইট করে লেখেন, এটি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এর থেকে আরও ভালো উপায় ছিল এটি সামলানোর।”
यह देखकर मुझे बहुत दुख हो रहा है | There has to be a better way to deal with this. https://t.co/M2gzso4qjX
— Neeraj Chopra (@Neeraj_chopra1) May 28, 2023
ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী লেখেন,”কেন কোনও কারণ ছাড়াই আমাদের কুস্তিগিরদের এভাবে হেনস্থা করা হল। এভাবে কাউকে হেনস্থা করা ঠিক নয়। আমি আশা করব এই পুরো পরিস্থিতিটা যেভাবে সমাধান হওয়া উচিৎ সেভাবে হোক।”
Why does it have to come down to our wrestlers being dragged around without any consideration? This isn’t the way to treat anyone.
I really hope this whole situation is assessed the way it should be.— Sunil Chhetri (@chetrisunil11) May 28, 2023

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান টুইট করে লেখেন, “আমি খুবই হতাশ অ্যাথলিটদের এমন ছবি দেখে। যত দ্রুত সম্ভব দয়া করে এটির সমাধান করুন।”
I’m so sad to see the visuals of our Athletes…. Please solve this ASAP 🙏
— Irfan Pathan (@IrfanPathan) May 28, 2023
তারকা বক্সার বিজেন্দর সিং টুইট করে লেখেন, “একদিকে নয়া সংসদ ভবনের অনুষ্ঠান হচ্ছে, অন্যদিকে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরদের আটক করা হচ্ছে। বাহ রে গণতন্ত্র।”
https://twitter.com/boxervijender/status/1662712488776040449?t=4CEuDg2G1YLHMPPZnK6FrA&s=19
Shame 😞 https://t.co/g7J1Hmx5PV
— Vijender Singh (@boxervijender) May 28, 2023
সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের উপর যৌ.ন হেনস্থার অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন বিনেশ-সাক্ষী-বজরংরা। সেই কারণে নব পার্লামেন্ট ভবনের উদ্বোধনের দিন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন, সেখানে মিছিল করে যাওয়ার প্রয়াস করেছিলেন তারা। কিন্তু মাঝপথেই পুলিশ তাদের আটকায় এবং গ্রেফতারও করে। দেশের হয়ে পদক আনা কুস্তিগিরদের হেনস্থা করেন তারা।

এদিকে কুস্তিগিরদের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিল দিল্লির পুলিশ প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির যন্তর মন্তরে আর ধর্না দিতে পারবেন না কুস্তিগিররা। এই নিয়ে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, “কুস্তিগিররা যদি আবার অবস্থানে বসার জন্য আবেদন করেন, তা হলে যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও তাঁদের বসার অনুমতি দেওয়া হবে।”
আরও পড়ুন:সোমবার রিজার্ভ ডে-তে IPL ফাইনাল, কী বলছে আবহওয়া, খেলা না হলে কে হবে চ্যাম্পিয়ন?













































































































































