বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে ভারতীয় দলে রুতুরাজের জায়গায় এলেন যশস্বী

0
1

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর জায়গায় দলে এলেন চলতি আইপিএল-এ দুরন্ত ছন্দে থাকা যশস্বী জসওয়াল। বিয়ের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। আগামী ৩ জুন তাঁর বিয়ে। ৫ জুন তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিন্তু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের শুরুর মাত্র দু’দিন আগে তাঁর দলে যোগ দেওয়ার প্রস্তাব পছন্দ হয়নি বোর্ড কর্তাদের। তাই রুতুরাজের পরিবর্তে যশস্বীকে দলে নিল বিসিসিআই। রোহিত শর্মাদের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে যাবেন যশস্বী।

চলতি আইপিএলে ১৪টি ম্যাচে ৬২৫ রান করেছেন যশস্বী। একটি শতরানের পাশাপাশি পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তবে জাতীয় নির্বাচকরা শুধু যশস্বীর আইপিএলের পারফরম্যান্স বিচার করেননি। এক্ষেত্রে প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স বিচার করা হয়েছে। প্রথম শ্রেণির ১৫টি ম্যাচে যশস্বী করেছেন ১৮৪৫ রান। ন’টি শতরানের পাশাপাশি দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। এছাড়াও ২০২২-২৩ মরশুমে রঞ্জি ট্রফিতে পাঁচটি ম্যাচে ৩১৫ রান করেছেন যশস্বী।

আরও পড়ুন:‘খেলো ইন্ডিয়া’য় জোড়া সোনা বাংলার মেয়ে অ্যাডামাসের মেহুলির