ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল রবিবারের আইপিএলের ফাইনাল, ম্যাচ হবে সোমবার রিজার্ভ ডে-তে

0
1

ভিলেন বৃষ্টি। গড়ালো না একটাও বল। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল ২০২৩ আইপিএল ফাইনাল। যেই ম‍্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স। কিন্তু ভিলেন ভেস্তে দেয় রবিবারের আইপিএলের ফাইনাল। ম্যাচ হবে সোমবার রিজার্ভ ডে-তে।

রবিবার ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ আইপিএলের ফাইনাল। পরপর ট্রফি জয়ের লক্ষ‍্যে হার্দিক পান্ডিয়ার দল। ওপর দিকে মুখে না বললেও মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। এছাড়াও পাঁচে পাঁচ করার লক্ষ‍্যে সিএসকে। যার ফলে দুপর-বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেন স্টেডিয়ামে। অনেকেই ধরে নিয়েছেন এটিই ধোনির শেষ ম্যাচ। তাই হলুদ জার্সি গায়ে দর্শকরা আসেন স্টেডিয়ামে। গুজরাত টাইটান্সের ঘরের মাঠে খেলা হলেও দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না। এবারের আইপিএলে ধোনি যখন যে শহরে খেলেছেন, সর্বত্রই এই একই ছবি দেখা গিয়েছে। কিন্তু রবিবার আমেহদাবাদের দর্শকদের হতাশ হতে হয়। বৃষ্টির জন্য দেখা গেল না ধোনির খেলা। হতাশ হয়েই ফিরলেন তারা।

আগে থেকেই রবিবার আমেহদাবাদে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ ঢাকা ছিল কভারে। কিন্তু আউটফিল্ডে বেশ কিছু জায়গায় জল জমতে শুরু করে। অপেক্ষা করা হয় রাত ১১ টা পযর্ন্ত। কিন্তু শেষমেশ ম‍্যাচ রিজার্ভ ডে-তে করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

আরও পড়ুন:ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল মোহনবাগান, আসতে পারেন এই বিদেশি ফুটবলার