আর কিছুদিন পরেই পুরীতে শুরু হবে মহা রথযাত্রা। তার আগেই বড়সড় বিপত্তি ঘটল মন্দিরে। মন্দিরে ভোগের ডাল গায়ে পড়ে গুরুতর জখম হলেন মন্দিরের দুই সেবায়েত। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থাও করা হয়। পুরীর সদর হাসপাতালে এখনও তাঁরা চিকিৎসাধীন।

জানা গিয়েছে, উনুন থেকে নামিয়ে আনা ডাল মাথায় করে নিয়ে যাচ্ছিলেন মন্দিরের দুই সেবাইত। কিন্তু রাস্তা পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত পা পিছলে যায় একজনের। টাল সামলাতে না পেরে ডালের পাত্র নিয়ে পড়ে যান দ্বিতীয় জনও। তাঁদের উপরেই চলকে পড়ে যায় গরম ডাল। এর ফলে শরীরের অনেকটা অংশ পুড়ে যায় ওই দুই সেবায়েতের।আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থাও করা হয়। পুরীর সদর হাসপাতালে এখনও তাঁরা চিকিৎসাধীন। ওই দুই সেবাইতের নাম প্রদীপকুমার সাহু এবং পাপী প্রধান। এক জন ওড়িশার ব্রহ্মগিরির বাসিন্দা। অন্য জন থাকেন তালাজঙে।
আরও পড়ুন- বন্ধ্যাত্ব.করণ অপারেশন করাতে গিয়ে প্রসূতির মৃ.ত্যু! অ.শান্ত হাসপাতাল, পথ অবরোধ








































































































































