পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ও সিপিএমকে পিছনে ফেলে ফের জয়লাভ করল তৃণমূল। ফের পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে ধরাশায়ী রাম-বাম জোট। তমলুক থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের মিলননগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে। বিপুলভাবে জয় পেল তৃণমূল।
এই সমবায় সমিতিতে প্রথমবার ভোটের মাধ্যমে নির্বাচন হল। মোট আসন ১৭টি। আগেই চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থীরা। বাকি ১৩ আসনে রবিবার ভোট হয়। তৃণমূল ও বিজেপি সবগুলি আসনে প্রার্থী দিলেও, বামেরা দশটি আসনে প্রার্থী দেয়। টানটান উত্তেজনার মধ্যে কড়া পুলিশি পাহারায় ভোটগ্রহণের পর বিকেলেই গণনা হয়। মোট ১৩ আসনে জয়লাভ করে তৃণমূল। তিনটি পেয়েছে সিপিএম। বিজেপির ঝুলিতে মাত্র একটি। এককভাবে সমবায়ের দখল পেল তৃণমূল।
ফলাফল ঘোষণা হতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। তৃণমূলের দাবি, তৃণমূলকে হারানোর জন্য বিজেপি ও বামেরা গোপন আঁতাত করেছিল। তবুও তা ধোপে টিকল না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে ৩০ মে পূর্ব মেদিনীপুরে আসছেন। তারই ঢেউ যেন আগাম এসে আছড়ে পড়ল তমলুকের এই ভোটে। ভেসে গেল রাম-বাম জোট।
আরও পড়ুন- ইগো ঝেড়ে ফেলুন: শালবনির দলীয় বৈঠকে বার্তা অভিষেকের, জনসংযোগ যাত্রায় জনপ্লাবন