‘আপনাদের অংশগ্রহণই এই কর্মসূচির সবচেয়ে বড় শক্তি’। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণের সামনে নিজের ভাবনা তুলে ধরেন। মোদি এদিনের ১০১ তম পর্বের ‘মন কি বাত’-এর অনুষ্ঠানে দেশবাসির উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সকলে যেভাবে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যে স্নেহ-ভালবাসা দেখিয়েছেন তা এককথায় অভূতপূর্ব।
তিনি বলেন, ‘মন কি বাত’ সম্প্রচার বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে হলেও ১০০ তম পর্বে বিশ্বজুড়ে মানুষের অংশগ্রহণ তাঁকে রীতিমত আবেগপ্রবণ করে তোলে। সেকথাও তিনি আজকের মন কি বাত অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন। পাশাপাশি এদিন নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০১তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। পাশাপাশি আজ অর্থাৎ ২৮ মে সাভারকরের (Savarkar) জন্মদিবস। আর সেকারণেই মন কি বাত-এর ১০১তম সংস্করণে তাঁকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। এদিন জন্মদিনে সাভারকরকে স্মরণ করে মোদি বলেন, “বীর সাভারকর ছিলেন দৃঢ় এবং উদার এক ব্যক্তিত্ব। নির্ভীক ও আত্মমর্যাদাপূর্ণ স্বভাবের কারণেই দাসত্ব পছন্দ ছিল না তাঁর। শুধু স্বাধীনতা আন্দোলন নয়, সামাজিক সাম্য এবং ন্যায়বিচারের জন্য বীর সাভারকর যা করেছিলেন তা আজও স্মরণযোগ্য।। আজই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব এনটি রামা রাওয়ের (NT Rama Rao) জন্মশতবর্ষ। মন কি বাতে তাঁর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী মোদি।
তবে এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন। মন কি বাত-এর সাফল্য নিয়েও আলোচনা করেন।২০১৪ সাল থেকে শুরু হয়েছিল এই মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেশবাসীর কাছে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী মোদি সরকারের কর্মসূচির একটি প্রধান মাধ্যম হয়ে উঠেছে। সেই প্রসঙ্গ টেনেই মোদি বলেন, ‘মন কি বাত’-এর এই পর্বটি দ্বিতীয় শতাব্দীর শুরু। গত মাসে আমরা সবাই মন কি বাতের শততম পর্বে অংশ নিয়েছিলাম। আপনাদের অংশগ্রহণ এই কর্মসূচির সবচেয়ে বড় শক্তি’। নমো আরও বলেন, এক ভারতের মহান চেতনাকে শক্তি দিতে দেশে এমনই এক অনন্য প্রচেষ্টা করা হয়েছে। এটাই যুব সঙ্গমের (Youth) প্রয়াস। যুব সঙ্গমের প্রথম রাউন্ডে, প্রায় ১,২০০ যুবক দেশের ২২ টি রাজ্য সফর করেছেন। এই সময়ে, এক ভারত, শ্রেষ্ঠ ভারত প্রকল্পের অধীনে যুব সঙ্গম প্রকল্প নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী মোদি কিছু অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেছেন।