১) আজ আইপিএল-এর ফাইনাল। ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স। জয়ের লক্ষ্যে দু’দল।

২) ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের থেকে এবারের লড়াই অনেক কঠিন ভারতের কাছে। মনে করছেন অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি বলেন, এবার মনে হচ্ছে, গতবারের থেকে কাজটা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে।

৩) আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে ২০২৩ আইপিএল ফাইনাল। ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত টাইটান্স। এবারের আইপিএলে মোট পুরস্কারমূল্য ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি।
৪) শুভমন গিলের প্রশংসায় সুনীল গাভাস্কর। গিলকে নিয়ে গাভাস্কর বলেন,” শুভমনের ইনিংস দেখে আমি কোনও বিশেষণ খুঁজে পাচ্ছি না। একটাই কথা বলব, ক্রিকেটবিশ্ব এখন ওর পায়ের নীচে।

৫) আইপিএল ফাইনালে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে শুভমন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমানের সেঞ্চুরি ছিল এই মরশুমে তাঁর তৃতীয় শতরান। এক মরশুমে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলি এবং জস বাটলারের।
আরও পড়ুন:‘এশিয়া কাপে আমাদের লড়াই কঠিন’ : সুনীল













































































































































