দুর্গাপুরে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃ.ত্যু, উদ্ধার অ.গ্নিদ.গ্ধ দেহ!

0
1

দুর্গাপুরের লাউদোহা (Laudoha, Durgapur) এলাকায় একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃ.ত্যু ঘিরে বাড়লো চাঞ্চল্য। বাড়িতে তিন ভাই বোনের সংসার। স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে তাঁদের বাবা বাড়ি ফিরে দেখেন ঘর থেকে দাউ দাউ করে আগুন বেরোচ্ছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। দাদা এবং দুই বোনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন দুই বোন এবং দাদা (Two Sisters and Elder brother)।বড় দাদার বিয়ে ঠিক হয়ে গেছিল অথচ দুই বোনের বিয়ের কোনও ব্যবস্থা কেন হয়নি এই নিয়ে মাঝে মধ্যেই অশান্তি চলত। তার জেরেই এরকম মর্মান্তিক পরিণতি বলে প্রতিবেশীরা মনে করছেন।

মৃত দাদা মঙ্গল সোরেন (Mongols Soren) লাউদোহা থানার (Laudoha Police Station) সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি দুই বোনের বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন মঙ্গল। এক বোন কলকাতায় নার্সিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল তিনি বাড়ি ফেরেন এবং তারপরই অশান্তি শুরু হয়। এরপর আজ শনিবার সকালে এই মর্মান্তিক পরিণতি।একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।