শিশুদের স্বাস্থ্যের মানোন্নয়নে উদ্যোগী রাজ্য়, গড়া হচ্ছে স্টিয়ারিং কমিটি

0
2

রাজ্য়ের শিশুদের স্বাস্থ্য ব্য়বস্থার মানোন্নয়নে রাজ্য় সরকার বিশেষ উদ্য়োগ নিচ্ছে। শিশুদের সুস্বাস্থ্যের জন্য যেসব সরকারি কর্মসূচি রয়েছে তার যথাযথ রূপায়ণের জন্য় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য় থেকে ব্লক স্তরে নজরদারি চালাতে স্টিয়ারিং কমিটি গড়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যস্তরের কমিটির নেতৃত্ব দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুকল্যাণ সচিব এবং সংশ্লিষ্ট দফতরের অধিকর্তাদেরও কমিটিতে রাখা হয়েছে। যার আহ্বায়ক জাতীয় স্বাস্থ্য় মিশনের অধিকর্তা। এছাড়া প্রত্যেক জেলায় জেলাশাসকদের নেতৃত্বে একই ধরণের কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে সিএমওএইচ সহ জেলার স্বাস্থ্য, শিক্ষা ও নারীকল্যাণ দফতরের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসকরা থাকবেন। ব্লক স্তরে বিডিওদের নেতৃত্বে এই কমিটি গড়া হয়েছে।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুদের রোগ, অসুখ সহ শরীরে নানা প্রয়োজনীয় উপাদানের স্বল্পতা দূর করতে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে স্কুল ও অঙ্গনওয়াড়ির পড়ুয়াদের দিকে যেমন নজর দেওয়া হবে, তেমনই স্কুলছুটদেরও প্রয়োজনীয় ওষুধ, ভিটামিন দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। বিদ্যালয়গুলিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র চালু রয়েছে। কিন্তু এসব পরিকাঠামো যাতে সঠিকভাবে ব্যবহৃত হয়, তার জন্যই স্বাস্থ্য, শিক্ষা এবং নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের সমন্বয় রেখে চলতে বলা হয়েছে। এই ত্রিস্তরীয় কমিটি মূলত এই সমন্বয় ও নজরদারির কাজ চালাবে। ইতিমধ্যেই এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা জেলাশাসকদের পাঠিয়ে যত শীঘ্র সম্ভব তা কার্যকর করতে বলা হয়েছে।

আরও পড়ুন- অবকাশে পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!