১১ মিনিটে ১১ কিমি পথ! অঙ্গ প্রতিস্থাপনে গ্রিন করিডর করে নজির কলকাতা পুলিশের

0
8

এর আগেও অনেক ক্ষেত্রেই গ্রিন করিডর করে অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে রোগীকে হাসপাতালে ভর্তি, এমনকী পরীক্ষার্থীকে হলেও পৌঁছেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার অঙ্গ প্রতিস্থাপনের জন্য মাত্র ১১ মিনিটে ১১ কিমি পথ অতিক্রম করে নজির গড়ল তারা। এই খবর ছবি-সহ নিজেদের স্যোশাল মিডিয়া পেজে পোস্ট করেছে কলকাতা পুলিশ।

শুক্রবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক বাসিন্দা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে EM বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ (Brain Death) হয়। এর পরই তাঁর হৃদপিণ্ড এবং ২টি কিডনি দান করার সিদ্ধান্ত নেয় পরিবার। কলকাতা পুলিশ গ্রিন করিডর তৈরি করে করে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে পৌঁছে দেয় হার্ট। মাত্র ১৩ মিনিটে ১১ কিমি পথ অতিক্রম করা হয়। সেখানে হার্ট প্রতিস্থাপন হচ্ছে। আর দ্বিতীয় গ্রিন করিডরের সাহায্যে ব্রেন ডেথ হওয়া রোগীর দুটি কিডনি ১১.১ কিমি পথ অতিক্রম করে মাত্র ১১ মিনিটে পৌঁছে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে ২টি কিডনি দুই কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপিত হচ্ছে।