পরিবেশ বান্ধব সবুজ বা.জির উৎপাদনে জোর! শীঘ্রই বিশেষ পোর্টাল চালুর ভাবনা রাজ্যের  

0
1

রাজ্যে পরিবেশ বান্ধব সবুজ বাজির (Green Crackers) উৎপাদনে উৎসাহ দিতে ইতিমধ্যে ‘এক জানালা’ নীতি চালু করছে রাজ্য সরকার (West Bengal Govt)। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর পরিবেশ বান্ধব বাজি তৈরির জন্য আবেদন ও তার নিষ্পত্তির জন্য ওই বিশেষ পোর্টাল (Portal) চালু করছে বলে খবর। জানা গিয়েছে, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রয়োজনীয় ছাড়পত্রের জন্যও ওই পোর্টাল থেকেই আবেদন জানাতে পারবেন। আগামী দু’সপ্তাহের মধ্যেই ওই পোর্টাল চালু হয়ে যাবে বলে খবর। পরে তা ‘শিল্প সাথী’ পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে বলে সরকারি সূত্রে খবর।

পাশাপাশি সবুজ বাজি উৎপাদনকারীদের লাইসেন্স পাওয়ার শর্তাবলী স্থির করতে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি (SOP) তৈরির কাজ শুরু করেছে। যা সমস্ত জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে খবর। উল্লেখ্য, গত শুক্রবারই নবান্নে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwedi)। সেখানে জেলাশাসকদের স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে বাজি কারখানা তৈরি করার আগে বাধ্যতামূলকভাবে এক্সপ্লোসিভ এবং ফায়ার লাইসেন্স নিতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণের শংসাপত্রও বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যেসব গুদামে বাজি মজুত থাকবে, তার জন্যও নিতে হবে লাইসেন্স। তবে যে বাজিগুলি তৈরি হবে সেগুলি আগেভাগে পরীক্ষা করে দেখার কথাও ভাবছে রাজ্য সরকার।

এদিকে বাজি কারখানাগুলির ক্লাস্টার তৈরি করার জন্য বেসরকারি উদ্যোগপতিরাও রীতিমতো উৎসাহ দেখাচ্ছেন। লোকালয় থেকে দূরে ক্লাস্টার নির্মাণের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।