ম‍্যাচ হারলেও শুভমনের খেলায় খুশি রোহিত

0
1

আইপিএল কোয়ালিফার ২-এর ম‍্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। আর এই হারের ফলে আইপিএলের ফাইনালে পৌঁছাতে ব‍্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেন শুভমন গিল। ১২৯ রান করেন তিনি। আর মুম্বই অধিনায়ক রোহিত শর্মার মতে শুভমনের কাছেই ম‍্যাচ হেরেছেন তারা। তবে শুভমনে এই ইনিংসে বেজায় খুশি রোহিত। তিনি চাইছেন এই ছন্দ বজায় থাকুক শুভমনের।

এই নিয়ে ম‍্যাচ শেষে রোহিত বলেন,” শুভমন দুর্দান্ত খেলেছে। ও খুব ভাল ছন্দে আছে। আশা করছি ওর ছন্দ বজায় থাকবে। গুজরাতের এই জয়ের জন্য শুভমনকে শুভেচ্ছা। আমাদের শুভমানকে তার প্রাপ্য সম্মান দিতেই হবে। আমি আশা করি ও এই ফর্ম বজায় রাখবে।”

এদিকে ম‍্যাচ হারলেও নিজের দল নিয়ে খুশি ম্যাচ রোহিত। এই নিয়ে তিনি বলেন,”দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ পর্যন্ত পৌছানো কম কৃতিত্বের নয়। ব্যাটিং আমাদের বিশাল ইতিবাচক একটি দিক ছিল যা পরের মরশুমেও আমাদের কাজে লাগাতে হবে। সমস্ত দলের বোলিং বিভাগকে আমাদের ব্যাটাররা চ্যালেঞ্জ জানিয়েছেন।”

আরও পড়ুন:আইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাত, মুম্বইকে হারাল ৬২ রানে