আচমকা শালবনি হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, নামকরণ সদ্যোজাতদের

0
1

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে যাওয়ার পথে আচমকা শালবনি হাসপাতালে (Shalbani Hospital) উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, এগরা থেকে শালবনি-র কর্মসূচিতে যাওয়ার পথে বিকেলে সেখানে পৌঁছে যান তিনি। ঘুরে দেখেন সুপার স্পেশালিটি বিভাগ। নাম রাখেন বেশ কয়েকজন সদ্যোজাতর।

নতুন সুপার স্পেশালিটি ভবনে সব অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সরঞ্জাম রয়েছে কি না জানতে চান মুখ্যমন্ত্রী। আর কী কী প্রয়োজন- সে সম্পর্কেও খোঁজখবর নেন। চিকিৎসক-নার্সদের সঙ্গেও কথা বলেন মমতা। জানতে চান তাঁদের সুবিধা অসুবিধা। এরপর রোগী ও রোগীর পরিবারের আত্মীয়দের সঙ্গেও সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে বেশ কয়েকজন সদ্যোজাতর নামকরণ হয়নি বলে জানতে পারেন তিনি। তাদের মায়েদের অনুরোধে সেই শিশুদের নামকরণ করেন মুখ্যমন্ত্রী।

হাসপাতালের পরিষেবা দেখা স্বস্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক-নার্সদের ধন্যবাদ জানান তিনি। রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য প্রয়োজন হলে জানাতে বলেন মমতা। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে শালবনি স্টেডিয়ামে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বেরিয়ে যান তৃণমূল সুপ্রিমো।