ব্যারাকপুর ও পলতায় আজ ১২ ঘণ্টা সোনার দোকান বনধের ডাক

0
1

শনিবার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির (Bengal Goldsmiths Association) তরফ থেকে ১২ ঘন্টার সোনার দোকান বনধের ডাক দেওয়া হলো উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও পলতায় (Barrackpore & Palta)। স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুনের প্রতিবাদে এই পদক্ষেপের সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। শান্তিপূর্ণভাবে মিছিল করে টিটাগর (Titagarh) পর্যন্ত যাওয়া হবে বলে সমিতির সদস্যরা জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় আনন্দপুরী এলাকায় সোনার দোকানে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর ছেলে নীলাদ্রি সিংয়ের। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশনে ২৭ বছরের একটা তরতাজা প্রাণ শেষ হয়ে যাওয়ায় ব্যারাকপুরের শান্তি-শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) স্পষ্ট ভাবে জানিয়েছেন বারবার করে কেন ব্যারাকপুরকে টার্গেট করা হচ্ছে সেটা ভাবার বিষয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ বা কারা এই কাজ করছেন কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী সমিতির সদস্যরা বলছেন যত দ্রুত সম্ভব বাকি অপরাধীদের খুঁজে বের করে তাদের যথাযোগ্য শাস্তি দেওয়ার দাবি তুলেই আজকে এই ১২ ঘন্টা সোনার দোকান বনধ কর্মসূচি।