দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস! কত শতাংশ বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের?

0
1

এবার স্বাভাবিক হবে বর্ষা (Monsoon)। চলতি বছরে দেশে ৯৬ শতাংশ বৃষ্টি হবে বলে অনুমান। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ভারতে চলতি বছরে স্বাভাবিক বৃষ্টি (Rain) হবে বলে খবর। তবে বর্ষা এবার স্বাভাবিক নিয়ম মেনে ১ জুন আসবে না। বর্ষা চলতি বছরে দেশে প্রবেশ করবে দেরিতে। আইএমডির (IMD) পূর্বাভাস ৪ জুনের মধ্যে বর্ষা আসবে কেরলে (Kerala)। তবে দেশের উত্তর-পশ্চিম অংশে সামান্য কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আগামী দুদিনে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে।

পাশাপাশি জুন মাসে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে দক্ষিণ উপকূল, উত্তর-পশ্চিম ও উত্তর ভারতে। অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, এল নিনোর (El Nino) পরিবেশ থাকলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্বাভাবিক সময়েই প্রবেশ করবে। তবে চলতি বছরে এখনও পর্যন্ত আরব সাগরে কোনও সাইক্লোনের দেখা নেই। আবহাওয়াবিদদের মতে, যদি দেশের সর্বত্র সমপরিমাণ বৃষ্টি হয়, তাহলে চাষিদের জন্য তা হবে অত্যন্ত সুখকর।

অন্যদিকে, কৃষিপ্রধান পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড এবং রাজস্থান এবং কাশ্মীরের একাংশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ২০২২ সালের মতো ২০২৩ সালেও প্রচণ্ড গরম পড়েছে। আর তার কারণেই ফিরতে পারে এল নিনো। বলা হচ্ছে, দীর্ঘ তিন বছর পর ফিরছে আবহাওয়ার এই বিস্ময়কর ঘটনা। ফলে চলতি বছরে প্রচুর গরমে তাপমাত্রায় ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করবে বিশ্ববাসী। আর তা হলেই এবারে ভারতে বর্ষায় বৃষ্টিপাত কম হবে বলে আন্দাজ করা হচ্ছে।