দুরন্ত শুভমন, মুম্বইয়ের বিরুদ্ধে খেললেন ১২৯ রানের ইনিংস

0
2

থামনো যাচ্ছে না শুভমন গিলকে। একের পর এক শতরানের ইনিংস গড়ে চলেছেন গুজরাত টাইটান্সের তারকা ব‍্যাটার। কোয়ালিফার-২ ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৯ রানে ইনিংস খেলেন তিনি। আর এই শতরানের ফলে এবারের মরশুমে নিজের তৃতীয় শতরান করলেন গিল। আইপিএলে নিজের শেষ চার ম্যাচে তিনটি শতরান করলেন শুভমন।

এবারের আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ এবং আরসিবির বিরুদ্ধে শতরান করেন শুভমন। লিগ পর্বের শেষ দু’টি ম্যাচে শতরান করেন তিনি। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার তাঁর ব্যাটে শতরান রান এল। মাত্র ৪৯ বলে শতরান করলেন এই ডানহাতি ব্যাটার। ৩২ বলে অর্ধশতরান করেন তিনি। ৫০ পার হওয়ার পরে আর ব্যাট থামল না শুভমনের। একের পর এক শট মারতে থাকলেন তিনি।

আরও পড়ুন:আইপিএল দুরন্ত পারফরম্যান্স, তবুও কোহলিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে দলে রাখলেন না গাভাস্কর