অনুব্রত কন্যা সুকন্যার জামিন মামলার শুনানি শেষ, রায় ১ জুন

0
1

জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লি’র রাউস এভিন্যু আদালতে সেই মামলার শুনানি হল শুক্রবার। যদিও রায়দান স্থগিত। রায় ঘোষণা করা হবে আগামী ১ জুন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন কেষ্ট কন্যা। অন্যদিকে, জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল-ও। উল্লেখ্য, গত ২৪ মে দিল্লির আদালতে খারিজ হয়ে গিয়েছিল কেষ্ট’র জামিনের আবেদন।
প্রসঙ্গত, আগেই অনুব্রত মণ্ডলের  ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। তারপরে গত ২৪ মে অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। ফ্রিজ করা হয় কেষ্ট এবং সুকন্যার ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
জানা গিয়েছিল, অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর ২৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও প্রয়াত কেষ্ট জায়া। তাঁর নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বর্তমানে গরু পাচার মামলায় তিহার জেলে রয়েছেন অনুব্রত, সুকন্যা এবং মনীশ। জানা গিয়েছে, মোট ১১ কোটি ২৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
সুকন্যার আইনজীবী অভিযোগ করেন, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বিএসএফের ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নাম ইডি’র চার্জশিটে রয়েছে। তা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র অনুব্রতর কন্যা বলেই সুকন্যাকে গ্রেফতার করা হয়েছে। সুকন্যার গত একবছর ধরে চিকিৎসা চলছে। আগামী জুন মাসে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। সেকথা উল্লেখ করে সুকন্যার জামিনের আবেদন জানানো হয়।
পাল্টা ইডি’র আইনজীবী যুক্তি দেন, “অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির বয়ান অনুযায়ী সুকন্যা ব্যবসা দেখতেন। সকলকে আর্থিক লেনদেন সংক্রান্ত নির্দেশ দিতেন। তিনি কিছু না জেনে সাক্ষর করে গিয়েছেন তা হতে পারে না। এই ধরণের তছরুপ মামলায় জামিন হয় না।”
সব পক্ষের  বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখতে আদালত।