দলীয় বৈঠকে জেলা নেতৃত্বকে কুড়মিদের পাশে থাকার বার্তা অভিষেকের

0
1

আজ, ৩০তম দিনে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে (Trinomool e Nabajowar) ঝাড়গ্রাম (Jhargram) ঢোকার আগে পুরুলিয়ায় (Puruila) একটি দলীয় বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, জেলা নেতৃত্বকে কুড়মি সম্প্রদায়ের মানুষের কাছে যাওয়ার বার্তা দেন অভিষেক। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী কুড়মিদের প্রতি মানবিক সেটা কুড়মি সম্প্রদায়ের মানুষকে বোঝাতে হবে। বিশেষ করে জেলায় যাঁরা জনপ্রতিনিধিদের, তাঁদের এই কাজটি গুরুত্বের সঙ্গে করতে হবে।

প্রসঙ্গত, সংরক্ষণের দাবিতে বৃহত্তর আন্দোলনে নেমেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। জঙ্গলমহলে যখন অবরোধ-বিক্ষোভ চলছে, তখন বাঁকুড়া ও পুরুলিয়ার নবজোয়ার কর্মসূচিতে অংশ নেন অভিষেক। বেশ কয়েকটি জায়গায় আন্দোলনকারী কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধি সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথাও বলেন। তাঁর দাবি নিয়ে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।