বুধবার আইপিএল-এর দ্বিতীয় প্লে-অফের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। আর এই জয়ের ফলে আইপিএল-এর ফাইনালে যাওয়ার পথে আরও একধাপ এগালো রোহিত শর্মার মুম্বই। সৌজন্যে আকাশ মাডওয়াল। ৫ উইকেট নেন তিনি। আর এই পারফরম্যান্স করে উচ্ছ্বসিত আকাশ।

ম্যাচ শেষে আকাশ বলেন,”ঠিক জায়গায় বল রাখতে পেরেছি। নিজেকে নিয়ে গর্বিত। আমি শুধু আমার দায়িত্ব পালনের চেষ্টা করছি।”

এরপরই আকাশ বলেন,” শুধু সুযোগের অপেক্ষা করছিলাম। কঠোর অনুশীলন করেছি। যখন নেটে বল করি তখন আমাদের নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয়। সেই লক্ষ্য পূরণের চেষ্টা করতে হয়। অনুশীলনে যে পরিশ্রম করেছি তা ম্যাচে কাজে লেগেছে। আশা করছি চ্যাম্পিয়ন হয়েই মরশুম শেষ হবে।”
আরও পড়ুন:‘কোহলি কোহলি চিৎকার আমায় ভালো বল করতে তাগিদ জোগাচ্ছে’ : নবীন















































































































































