বিনোদন জগতে একের পর এক মৃত্যু। আদিত্য সিং রাজপুত, নীতিশ পাণ্ডে, বৈভবী উপাধ্যায়ের পর এবার হোটেলের রুমে রহস্যজনকভাবে মৃত্যু হল ভোজপুরী সিনেমার পরিচালক সুভাষ চন্দ্র তিওয়ারির।

আরও পড়ুন:টেলি অভিনেতা আদিত্যর মৃ.ত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা!
বুধবার উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার হোটেল তিরুপতির একটি রুম থেকে উদ্ধার হয় পরিচালক সুভাষ চন্দ্র তিওয়ারিক নিথর দেহ। উত্তরপ্রদেশে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন তিনি। সোনভদ্রের ওই একই হোটেলে সিনেমার ক্রু-র সদস্যরাও উঠেছিলেন। দুইদিন আগেও সিনেমার শুটিং হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু বুধবার বহু ডাকাডাকির পরও তাঁর সাড়া না পাওয়ায় হোটেলের ঘরের দরজা ভাঙতে বাধ্য হন ক্রু টিমের সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশেও।
উত্তর প্রদেশের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট যশবীর সিং বলেন, “হোটেল থেকে পরিচালকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী তদন্ত শুরু করা হবে।”






 
 
 
 

































































































































