ভর সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। জনবহুল এলাকা আনন্দপুরীতে চলল গুলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘড়ির কাঁটা তখন সাড়ে ছটার ঘর ছুঁয়েছে।অন্যান্য দিনের মতো আনন্দপুরীর মার্কেট এলাকায় রীতিমতো ভিড়। হঠাৎই সেখানে শোনা যায় গুলির আওয়াজ। হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা।ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় কীভাবে দুষ্কৃতীরা পিস্তল হাতে সোনার দোকানে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের উপর গুলি চালানোর অভিযোগ।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানের মালিকের পুত্র নীলাদ্রি সিংয়ের। এক নিরাপত্তারক্ষীর পায়েও গুলি লেগেছে বলে জানা গিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় দোকান মালিকসহ আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
যেখানে এই ঘটনা ঘটেছে, সেটি ব্যারাকপুর স্টেশনের ঢিল ছোঁড়া দূরত্বে।তিন-চার রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।টিটাগড় থানার পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।




 
 
 
 

































































































































