নজরে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) । তার আগে রাজ্যের কোথাও যেন উন্নয়ন ব্যাহত না হয়। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে বাঁকুড়া (Bankura) থেকে বুধবার পুরুলিয়া যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে বাঁকুড়ার কমলপুর হাইস্কুলে কর্মিসভায় উন্নয়ন অব্যাহত রাখতে দলের সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেকের কথায়, মানুষ ভরসা রাখেন তৃণমূলের উপর। সকলে জানেন উন্নয়ন মানেই তৃণমূল। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন অভিষেক। বাঁকুড়া থেকে এদিনই পুরুলিয়া যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
পুরুলিয়ায় ঢুকতেই কাশীপুরে জনজোয়ারে ভেসে যান যুব সমাজের আইকন অভিষেক। এদিন কাশীপুরে রোড শো, পথসভা করার পর তিনি আদ্রা, রঘুনাথপুর, আনাড়া, পুরুলিয়া শহরেও রোড শো করেন। অভিষেকের সঙ্গে ছিলেন দলের অন্যতম মুখপাত্র ও সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, আজপুরুলিয়ায় নির্মেঘ আকাশ। প্রচন্ড চড়া রোদ মাথায় নিয়ে পথে নেমেছি আমরা। মানুষের আবেগ আমাদের অভিভূত করছে। পুরুলিয়া জুড়ে এদিন রোড শো ঘিরে হাজার হাজার মানুষ যেভাবে রাস্তার দুপাশে অপেক্ষা করেছেন তার তো মূল্য আছে। এই বিশ্বাস, এই ভরসাই তৃণমূলের মূলধন।
এদিন বাঁকুড়া থেকে কাশীপুরের রাস্তায় অসংখ্য মানুষ আওয়াজ তুলেছেন, “অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।“ অভিষেক বলেন, মানুষের পঞ্চায়েত চাই। উন্নয়ন মানুষই করুন। জনসমুদ্রে ভরা পথ পেরিয়ে এদিন বাঁকুড়ার কমলপুর থেকে পুরুলিয়ায় ঢুকতে প্রায় একঘণ্টা দেরি হয়ে যায় অভিষেকের।










































































































































